দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের উৎসবের আমেজে রঙে রঙিন হয়ে উঠল সেভেন্থ হেভেন কলকাতা। সম্প্রতি বেকারিটি আয়োজন করেছিল তাদের দ্বিতীয় বার্ষিক কেক মিক্সিং অনুষ্ঠান। শীতের শুরুতেই এই বিশেষ মুহূর্তে যোগ দেন শহরের জনপ্রিয় ডিজিটাল ক্রিয়েটর এবং তরুণ ফুড ব্লগাররা। সেই সঙ্গে সেভেন্থ হেভেন লঞ্চ করেছে তাদের নতুন ক্রিসমাস ডেজার্ট কালেকশনও।
অনুষ্ঠান চলাকালীন গোটা বেকারিটা দারুচিনি, জায়ফল, কমলালেবুর মিষ্টি গন্ধে ভরে উঠেছিল। ইনফ্লুয়েন্সার ও ব্লগাররা ভেতরে ঢুকতেই তাঁদের চোখে মুখে ফুটে ওঠে খুশি।
#REL