দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি মানেই আনন্দ, আলো আর একসঙ্গে একটা দিন ভালভাবে খুশিতে কাটানো। আলোর উৎসব ঘিরে শহরজুড়ে এখন প্রস্তুতি তুঙ্গে। উৎসব উদযাপনকে আরও বিশেষ করতে কলকাতার নামী গয়নার ব্র্যান্ডগুলি নিয়ে এল একের পর এক নজরকাড়া কালেকশন। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে তৈরি এই সব সোনা, হিরে, পোলকি আর স্টোনের গয়নাগুলিতে থাকছে নানা রকম ছাড় ও অফার।
আভামা জুয়েলার্স বাই অভিষেক কাজারিয়া- 'দিওয়ালি ড্যাজেলস ২০২৫'