দ্য ওয়াল ব্যুরো: ভারতের সঙ্গে বাণিজ্য (India US Trade) চুক্তি হবে কিনা, তার ভবিষ্যৎ নির্ভর করছে নয়াদিল্লি (New Delhi) রাশিয়া (Russia) থেকে তেল কেনা বন্ধ করবে কিনা তার ওপর। সাফ জানালেন আমেরিকার বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক (US Commerce Secretary Howard Lutnick)।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লুটনিক বলেন, “আমরা ভারতের সঙ্গে চুক্তি নিয়ে এগোচ্ছি। তবে শর্ত একটাই, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে হবে।” তাঁর বক্তব্যে পরিষ্কার, দুই দেশের মধ্যে জ্বালানি নীতি ও বাণিজ্যিক সম্পর্ক ঘিরে টানাপড়েন এখনও বহাল।