দ্য ওয়াল ব্যুরো: একাধারে রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) কন্যা ও অন্যদিকে সুপারস্টার নায়িকার স্টারডম, দুই দিকেই এগিয়ে কোয়েল মল্লিক (Koyel Mallick)। আজকাল খুব বেছে ছবি করেন কোয়েল তবুও তিনি হারাননি ভক্তদের কাছে তাঁর জনপ্রিয়তা। অন্যদিকে, নিজের সংসারেও সফল স্ত্রী ও মা হলেন কোয়েল মল্লিক।
প্রযোজক পরিবারের বউ হবার পর কোয়েল প্রযোজনা সংস্থা চালাতেও পটু হয়ে উঠেছেন। তবে দুই সন্তানের জননী হবার পর কোয়েলের এক অন্য রূপ প্রত্যক্ষ করা যাচ্ছে।