দ্য ওয়াল ব্যুরো: মণিপুর সফর থেকেই প্রতিবেশী দেশ নেপালের উদ্দেশে বিশেষ বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার ইম্ফলের ঐতিহাসিক কাংলা দুর্গে ভাষণ দেন তিনি। সেখানেই নেপালের অন্তর্বর্তী সরকারের সদ্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে (Sushila Karki) অভিনন্দন জানান মোদী।
প্রধানমন্ত্রী বলেন, 'হিমালয়ের কোলে থাকা নেপাল ভারতের চিরন্তন বন্ধু। দুই দেশের সম্পর্ক ইতিহাস ও বিশ্বাসের বাঁধনে গাঁথা।' ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে সুশীলাকে অভিনন্দন জানিয়ে মোদী আশাবাদী, 'এই নেতৃত্ব নেপালে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথ খুলে দেবে।'