দ্য ওয়াল ব্যুরো: এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হল ১৪ সেপ্টেম্বর অর্থাৎ আজ। আবেদনকারীর মধ্যে ১৩ হাজার ৫১৭ জন ভিন রাজ্যের পরীক্ষার্থী। তাঁরা মূলত উত্তরপ্রদেশ ও বিহার থেকে এসেছিলেন। এনিয়েই ফের 'ডবল ইঞ্জিন সরকার' অর্থাৎ নাম না করে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
রবিবার পরীক্ষা শেষে সাংবাদিক বৈঠকে এসএসসিকে ধন্যবাদ জানান তিনি। তারপরই নাম না করে আক্রমণ করেন বিজেপিকে। ডবল ইঞ্জিন সরকার নিয়ে গালভরা যেসব মন্তব্য শোনা যায়, তা আদতে কতোটা ঠিক বা বাস্তব তা পরোখ করে নিতে বলেন তথ্য দিয়ে।
#REL