দ্য ওয়াল ব্যুরো: ৭৮তম কান চলচ্চিত্র উৎসব ইতিমধ্যেই শুরু হয়েছে। বলিউডের একাধিক পরিচিত মুখ দেখা গিয়েছে রেড কার্পেটে। তবে উৎসব যতই জমে উঠুক, অনুরাগীদের নজর কিন্তু থাকেই এক তারকার দিকেই—ঐশ্বর্যা রাই বচ্চন। প্রাক্তন বিশ্বসুন্দরীর কান-লুক প্রতি বছরই চর্চায় আসে। আর তার সঙ্গে আরও একটি বিষয় নিয়েও কৌতূহল বাড়ে দর্শকদের—ঐশ্বর্যার মেয়ে আরাধ্যা কেন প্রতি বছর তাঁর সঙ্গে কান উৎসবে যান?
