দ্য ওয়াল ব্যুরো: এক শহর থেকে আরেক শহরে ঘোরাঘুরি মানেই আলাদা আলাদা ট্রেন টিকিট কাটার ঝামেলা। কোথাও মন্দির, কোথাও সমুদ্র, কোথাও আবার ব্যবসার কাজে যেতে হলে একের পর এক টিকিটের হ্যাপা সামলাতে গিয়ে আনন্দ যাত্রা অনেক সময়েই পরিণত হয় টেনশনে। তবে এবার সেই চাপ কমাতে ভারতীয় রেল এনেছে অভিনব সমাধান, সার্কুলার জার্নি টিকিট (CJT)।
কী এই সার্কুলার জার্নি টিকিট?