দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় এসে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi in Kolkata)। রবিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে নামতেই বিজেপি সমর্থকদের ভিড় তাঁকে একঝলক দেখার জন্য হাজির ছিলেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
গাড়ি এগোতেই ভিড়ের কারণে সামান্য থামতে হয় কনভয়কে। সেখানেই গাড়ি থেকে নেমে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে জনসংযোগ করেন প্রধানমন্ত্রী (PM Modi)। কিছুক্ষণ পর আবার গাড়িতে উঠে রাজভবনের পথে রওনা দেন তিনি। সেখানেই আজ রাত্রিবাস করবেন।
#REL