দ্য ওয়াল ব্যুরো: ক্যালিফোর্নিয়ার ইস্ট বেতে ৩০ বছরের বেশি সময় ধরে বসবাস করছিলেন হরজিৎ কউর। ৭৩ বছরের ওই বৃদ্ধাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করেছে। নিয়মিত চেক-ইনের জন্য অফিসে যাওয়ার সময় তিনি আটক হন।
হরজিৎ কউর ১৯৯২ সালে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আসেন। সিঙ্গল মাদার, সঙ্গে দুই সন্তান। ২০১২ সালে তাঁর আশ্রয় আবেদন খারিজ হয়ে গিয়েছিল। তবে এরপরও প্রতি ছয় মাস অন্তর তিনি নিয়মিত আইসিই-এ রিপোর্ট করেছেন।
#REL
এবার সোমবার আইসিই তাঁকে অতিরিক্ত কাগজপত্র জমা দেওয়ার জন্য সান ফ্রান্সিসকো অফিসে ডাকে। সেখানে যেতে তাঁকে আটক করা হয় এবং বেকার্সফিল্ডে কারাগারে পাঠানো হয়।