দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত। পরিবারের দাবিকে গুরুত্ব দিয়ে অবশেষে খুনের মামলা রুজু করল যাদবপুর থানার পুলিশ (Police)। মেয়ের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে (Jadavpur student death) এবার নামল লালবাজারের হোমিসাইড শাখা।
সোমবার সকালে অনামিকার বাবা-মা পৌঁছেছিলেন লালবাজারে। সেখানে তদন্তকারী অফিসারদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাঁরা যান যাদবপুর থানায়। অভিযোগ জানান, তাঁদের মেয়েকে ‘ইচ্ছাকৃত’ভাবে কেউ জলে ফেলে দিয়েছে। তদন্তকারীদেরও ধারণা, ঘটনাস্থল ও পরিস্থিতির ব্যাখ্যায় একাধিক অসঙ্গতি রয়েছে।