দ্য ওয়াল ব্যুরো: আগামী মরশুমেও বিদেশি পর্যটক (Foreign Tourist) টানতে ব্যর্থ হতে পারে ভারত (India Tourism)। সরকারি তথ্য বলছে, মহামারির আগে ২০১৯ সালে ভারতে বিদেশি পর্যটকের (Tourists) সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৯৩ হাজার। কিন্তু সেই রেকর্ডের ধারে-কাছেও এখনও পৌঁছতে পারেনি দেশ।
ট্রাভেল এজেন্টস ফেডারেশনের সভাপতি অজয় প্রকাশের মতে, শুধু ভূ-রাজনৈতিক অস্থিরতা নয়, আরও নানা কারণে বিদেশি পর্যটক আসা চাপের মধ্যে রয়েছে। তাঁর কথায়, ‘‘প্রি-প্যানডেমিক সময়ের তুলনায় এখনও প্রায় ৮৫% কম বিদেশি পর্যটক আসছেন ভারতে। ভ্রমণশিল্প সবচেয়ে সংবেদনশীল, তা সে যুদ্ধ, রাজনীতি হোক কিংবা মহামারি।’’