দ্য ওয়াল ব্যুরো: সান্দাকফুর (Sandakphu) পাহাড়ি সৌন্দর্যে গেল মৃত্যুর ছায়া। দার্জিলিং বেড়াতে এসে প্রাণ হারালেন যাদবপুরের বাসিন্দা ৭২ বছরের অনিন্দিতা গঙ্গোপাধ্যায় (Tourist)। সোমবার রাতের এই মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বারবার পর্যটকের মৃত্যু সত্ত্বেও প্রশাসনিক তৎপরতার অভাব নিয়ে উঠছে প্রশ্ন (GTA faces questions, where is the security and surveillance?)।
বিশেষত, উচ্চতার কারণে স্বাস্থ্যঝুঁকি থাকা সত্ত্বেও কেন পর্যটকদের বয়স বা শারীরিক সক্ষমতার কোনও প্রাথমিক পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে না, তা নিয়েও ক্ষোভ বাড়ছে পর্যটক ও স্থানীয়দের মধ্যে।