দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: বৃহস্পতিবার উত্তর সিকিমের চুংথাং থেকে মুন্সিথাং যাওয়ার রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকদের একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় এক হাজার ফুট নীচে তিস্তা নদীতে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে ১১ জন ছিলেন। তাঁরা পশ্চিমবঙ্গ ও ওড়িশার বাসিন্দা। জানা গেছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার দুটি পর্যটকের দল একটি গাড়ি ভাড়া করে চুংথাং থেকে মুন্সিথাং যাওয়ার জন্য রওনা হয়েছিলেন।