দ্য ওয়াল ব্যুরো: বছরের পর বছর ধরে উত্তরবঙ্গ (North Bengal) মানেই ভালবাসার জায়গা। তবে এবারে সেই ভালবাসা মিশে গেল ভয় আর বিভীষিকার স্মৃতিতে। হুগলির (Tourist, Hooghly , Disaster) বৈদ্যবাটি থেকে বেড়াতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়লেন দুই পরিবারের ছ’জন পর্যটক। কাগে পাহাড়ে এক রাত— যেন রূপকথার দুঃস্বপ্ন!
দুই পরিবারের মধ্যে একজন জয়ন্ত বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রেশমী বন্দ্যোপাধ্যায় ও পুত্র রোহিত। অপর পরিবারে স্নেহাশিস নিয়োগী, স্ত্রী সঙ্গীতা ও তাঁদের কন্যা।
#REL