দ্য ওয়াল ব্যুরো: স্কুলের ভিতরে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর, ঘাড়ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের নেতার বিরুদ্ধে (School Teacher Beaten By TMC Leader)। কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যালয়ের এই ঘটনায় অভিযুক্তর শাস্তির দাবি জানাল অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস (ASFHM)।
অভিযুক্ত স্কুলের পরিচালক সমিতির সভাপতি বলেই জানা গেছে। একইসঙ্গে তিনি তৃণমূল পঞ্চায়েতেরও সদস্য। অভিযোগ, ওই শিক্ষককে তাড়া করে মারতে মারতে স্কুল থেকে এসপিডিও অফিস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে।