দ্য ওয়াল ব্যুরো: এক চতুর্থ শ্রেণির পড়ুয়াকে ছাতা দিয়ে মারধরের অভিযোগ উঠল স্কুলেরই দুই শিক্ষিকার বিরুদ্ধে। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে (Maniktala School Incident)। পরিবারের তরফে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঠিকভাবে তদন্ত করছে না, এমনটাই অভিযোগ পড়ুয়ার পরিবারের।
মানিকতলা বাণীপিঠ স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে ওই নাবালিকা। জানা গিয়েছে, পড়া না পারায় এক শিক্ষিকা (Allegation against teachers) তাকে বকাবকি করেন। এমনকি ছাতা দিয়ে ছাত্রীর হাঁটুতে বেশ কয়েকবার মারা হয়। কানেও আঘাত লাগে তার। এরপরই অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা।
#REL