দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুতে (Harassed in Tamil Nadu) গিয়ে হেনস্থার মুখে পড়েছেন মুর্শিদাবাদের একাধিক এলাকার পরিযায়ী শ্রমিকরা (Migrant Workers, Murshidabad)।
লালগোলা, ভগবানগোলা, নবগ্রাম-সহ একাধিক অঞ্চল থেকে গিয়ে কাজ করছিলেন তাঁরা। অভিযোগ, সেখানে তাঁদের মারধর করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে সবকিছু। বেশ কয়েকজন ভর্তি ছিলেন স্থানীয় হাসপাতালে। এখন কোনওরকমে বেঁচে আছেন ঠিকই, কিন্তু বাড়ি ফেরার উপায় নেই। কারণ, যাঁরা টিকিট করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, তাঁরাই এখন নাকি ফোন ধরছেন না।
#REL