দ্য ওয়াল ব্যুরো: দাবার দুনিয়ায় একটাই নাম আপাতত আলোচনার কেন্দ্রে—গুকেশ দোম্মারাজু (Gukesh Dommaraju)। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই তাঁর প্রতিটি চাল, প্রতিটি টুর্নামেন্ট আতশকাচের নিচে।
এশিয়া কাপ নয়, বিশ্বকাপ নয়—এবার মঞ্চ ছিল ফিডে গ্র্যান্ড সুইস (FIDE Grand Swiss)। সমরখন্দে ১১ রাউন্ডে তিন হারের সঙ্গে চার ড্র—এই দুর্বল পারফরম্যান্সে গুকেশ খোয়ালেন ১৬ রেটিং পয়েন্ট।