দ্য ওয়াল ব্যুরো: চিরঞ্জিত, প্রসেনজিৎ আর দেবশ্রী রায় একসঙ্গে একাধিক হিট ছবি করেছিলেন। 'রক্ত নদীর ধারা', 'তোমার রক্তে আমার সোহাগ' বেশ কিছু জনপ্রিয় ছবির তালিকা রয়েছে তাঁদের। আবার আলাদা ভাবেও প্রসেনজিৎ ও চিরঞ্জিতের নায়িকা হয়ে সুপারহিট ছবি করেছেন দেবশ্রী রায়। পরবর্তীকালে চিরঞ্জিত পরিচালক রূপেও হিট ছবি উপহার দিয়েছেন। 'কেঁচো খুড়তে কেউটে' থেকে 'সেদিন চৈত্র মাস'।
চিরঞ্জিতের পরিচালনায় দেবশ্রী রায়ের কেরিয়ারে অন্যতম শ্রেষ্ঠ ছবি হল 'ভয়'।