দ্য ওয়াল ব্যুরো: বলিউডে অসম্ভবকে সম্ভব করলেন কাজল। গত দু’দশক ধরে যেটা পরিচালক–প্রযোজকরা করতে পারেননি, সেটা ঘটল ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রিমিয়ারে। একফ্রেমে হাজির শাহরুখ খান আর অজয় দেবগন! আর মাঝখানে হাসিমুখে তাঁদের জুড়ে দিলেন কাজল।
বছর খানেক আগেও শাহরুখ–অজয়ের দ্বন্দ্ব ছিল তুমুল চর্চার বিষয়। ২০১২ সালে ‘সন অফ সর্দার’ আর ‘জব তক হ্যায় জান’-এর মুক্তি যুদ্ধ থেকে শুরু, নানা সময়ে মান–অভিমান বাড়িয়েছে দূরত্ব। এমনকি কাজল–শাহরুখের অফস্ক্রিন বন্ধুত্বও নাকি ভাল চোখে দেখেননি অজয়। ফলে একসময় বলিউডে যেন দু’শিবিরে ভাগ হয়ে গিয়েছিল তারকারা।
#REL