শুভদীপ বন্দ্যোপাধ্যায়
বাংলা ছবিতে ভানু-জহর জুটি ছিল বক্সঅফিসে হিট। কিন্তু এই জায়গাটা পেতে তাঁদের কম লড়াই করতে হয়নি। বহু মানুষের অবহেলা, বঞ্চনা, উপহাস পার করে এই জুটি তৈরি হয়েছিল। অথচ তাঁদের কাজ ছিল মানুষকে হাসানো। হাসি দিয়েই তাঁরা দু'জন সকলের মন জয় করে নেন। কিন্তু সে যুগ থেকে আজও কৌতুক অভিনয় এই দেশে সর্বজনস্বীকৃত শিল্পকলার মর্যাদা পায়নি। এদিকে একসময় জলসা থেকে অফিস ক্লাবের ফাংশানে কৌতুকাভিনয় বড় জায়গা পেত। যে জুটি এই কৌতুকাভিনয়কে মধ্যবিত্তর অন্দরমহলে জনপ্রিয় করে তোলেন তাঁরা হলেন ভানু বন্দ্যোপাধ্যায় ও জহর রায়। সাদা কালো যুগের বাংলা ছবির লর