দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারের দুপুর। প্রাত্যহিক ছন্দে এগোচ্ছিলেন সকলেই। হঠাৎ করেই একটি খবর, পোশাকি নাম 'ব্রেকিং নিউজ'। আর তা আছড়ে পড়তেই সকলেই হতবাক। গায়ক জুবিন গর্গ আর নেই। সিঙ্গাপুরে শো করতে গিয়েছিলেন। সেখানেই স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়। কিছুতেই যেন মেনে নিতে পারছেন না তিনি! আদপে কি সত্যি সবটা?