দ্য ওয়াল ব্যুরো: ১৯ সেপ্টেম্বর, সঙ্গীতের ইতিহাসে অভিশপ্ত এক দিন। সিঙ্গাপুরের সমুদ্রেই নিভে গিয়েছিল জুবিন গর্গের জীবনপ্রদীপ। গায়কের প্রয়াণের পর ফের আলোচনায় এসেছে তাঁর ব্যক্তিগত জীবনের এক অনন্য অধ্যায়—ফ্যাশন ডিজাইনার গরিমা সাইকিয়া গর্গের সঙ্গে তাঁর প্রেমকাহিনি। যা নিছকই প্রেম-আখ্যান নয়, যেন সাক্ষাৎ রূপকথা।
ভক্তের চিঠি, শুরু এক রূপকথার