দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গাপুরে জুবিন গর্গের আচমকা মৃত্যুর পর শুরু হয়েছিল ‘জাস্টিস ফর জুবিন গর্গ’ অভিযান। এবার সেই আন্দোলনে নতুন গতি এল তাঁর স্ত্রী গরিমা শাইকিয়া গর্গের আহ্বানে। শুক্রবার রাতে, সোনাপুরে জুবিনের সমাধিস্থলে দাঁড়িয়ে ভক্তদের হাতজোড় করে তিনি বলেন, "আমার একটা অনুরোধ আছে, যাতে ও (জুবিন) ন্যায় পায়।”
ভেজা চোখেই তিনি আরও বলেন, “আমরা ২২ দিন ধরে অপেক্ষা করছি জানতে, সিঙ্গাপুরে ঠিক কী হয়েছিল। এখনও কিছুই জানি না। কিন্তু আমাদের ন্যায় চাই। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় #JusticeForZubeenGarg লিখুন, প্রতিদিন দাবি তুলুন, প্রার্থনা করুন।”