কোচবিহার, রিয়া দাস
জুবিন গর্গের মূর্তি বসানো নিয়ে জোর বিতর্ক কোচবিহারে। সম্প্রতি প্রয়াত উত্তর-পূর্ব ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের নামে কোচবিহার রাসমেলার সাংস্কৃতিক মঞ্চের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার পুরসভা। জানা গেছে, এ বছর থেকেই রাসমেলার মঞ্চের নাম হবে “জুবিন গর্গ মঞ্চ”। কারণ, অতীতে দু’বার রাসমেলায় গান পরিবেশন করেছিলেন এই খ্যাতনামা শিল্পী। একই সঙ্গে শহরে তাঁর একটি মূর্তিও বসানো হবে।