দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ফের কোচবিহারে শ্যুটআউট। এবার গুলিবিদ্ধ পুণ্ডিবাড়ির আরও এক পঞ্চায়েতের ছেলে। তাঁর নাম অমল রায়। ভরা হাটে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানা গেছে। হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অমল নামের ওই যুবক ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কুুন্তলা রায়ের ছেলে। শনিবার দুপুরে ডোডেয়াহাটে কেনাকাটা করতে এসেছিলেন তিনি। সেই সময় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ করে গুলি চালায়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে এনজেএম হাসপাতলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
#REL