দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার; SIR আতঙ্কে রাজ্যে আরও একজনের আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠল। এবার কোচবিহারের দিনহাটায়। খাইরুল শেখ নামে ওই ব্যক্তির পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নামের বানান ভুল ছিল। তা জানতে পেরে আতঙ্কে ছিলেন বছর ষাটের খাইরুল।
কোচবিহারের পুলিশ সুপার সন্দীপ কাররা জানান, দিনহাটার বাসিন্দা খাইরুল শেখ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় আতঙ্কে ছিলেন তিনি। তাঁর নাম খাইরুল শেখ। কিন্তু ভোটার তালিকায় রয়েছে খয়রু শেখ। তাই চিন্তিত হয়ে পড়েছিলেন তিনি।
#REL