দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ে রোববার ভারত–পাকিস্তান (India vs Pakistan) এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনাল। মঞ্চ তৈরি। কিন্তু চারপাশে ধিকিধিকি জ্বলছে বিতর্কের আঁচ। আগের দুই ম্যাচে হাত মেলাননি দুই দলের ক্রিকেটাররা। মাঠে উঠে এসেছে নানা বিতর্কিত ইশারা।
দ্য ওয়াল ব্যুরো: হারিস রউফের (Haris Rauf) হাত ঘুরিয়ে ‘বিমান ভেঙে পড়া’-র মুদ্রা বিশ্বক্রিকেটে অসন্তোষের ঢেউ তুলেছে। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে আইসিসি-র (ICC) কাছে অভিযোগ জানিয়েছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক বৃত্তেও তুমুল চর্চা। আর ঠিক এই সময়েই পাক ক্রিকেট বোর্ড প্রধান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) নতুন করে আগুনে ঘি ঢাললেন।
দ্য ওয়াল ব্যুরো: মাঠে ভরাডুবি, মাঠের বাইরে চরম বিতর্ক। আর এতকিছুর ভিড়ে ফের একবার আলোচনায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক, কিংবদন্তি অলরাউন্ডার, দেশকে বিশ্বকাপ জেতানো দলনেতা ইমরান খান (Imran Khan)। এবার জেল থেকে ছুড়লেন তির। লক্ষ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের মসনদ। ব্যঙ্গের সুরে জানালেন—ভারতকে হারাতে চাইলে পাকিস্তানের জার্সিতে ওপেনিংয়ে নামতে হবে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) আর আর্মি চিফ আসিম মুনিরকে (Asim Munir)। এ ছাড়া টিম ইন্ডিয়াকে কুপোকাত করার অন্য কোনও গতি নেই।
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup 2025) সুপার ফোরে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে দল হারলেও ব্যাট হাতে শুরুটা খারাপ করেননি পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)। ৪৫ বলে ৫৮ রানের ইনিংস খেললেন তিনি। কিন্তু ব্যাটিং পারফরম্যান্সকে ছাপিয়ে গেল বিতর্কিত উল্লাস। অক্ষর প্যাটেলের (Axar Patel) বলে ছক্কা মেরে অর্ধশতরান করামাত্র ফারহান হঠাৎ ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গিতে সামনে তাক করে বসেন। মুহূর্তে ভাইরাল (Viral) সেই দৃশ্য। যাকে ঘিরে লড়াই শেষেও আকচাআকচি থামেনি!