দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোরে ফের মুখোমুখি ভারত–পাকিস্তান (India vs Pakistan)। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে (Dubai International Stadium) দ্বিতীয় দফার লড়াই। যদিও এর আগে পাক শিবিরে নতুন জল্পনা ছড়িয়েছে, টিম ইন্ডিয়াকে আজ হারাতে পারলে নাকি মাঠ থেকেই ‘রাজনৈতিক বার্তা’ ছুড়ে দেবেন সলমন আঘারা!
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের ইতিহাসে কিছু সংস্করণ চিরস্মরণীয় হয়ে আছে। যেমন, ১৯৮৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতীয় দল অংশ নেয়নি। এবং ১৯৯০-৯১ সালে পাকিস্তান খেলেনি। এবারও পরিস্থিতি কিছুটা অনুরূপ। মাঠে পাকিস্তান হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে, তবে মাঠের বাইরেও বিতর্ক সৃষ্টি করতে চেষ্টা করেছে।
দ্য ওয়াল ব্যুরো: রবিবার, ২১ সেপ্টেম্বর। আবার মুখোমুখি ভারত–পাকিস্তান (India vs Pakistan, Asia Cup 2025, Dubai)। টুর্নামেন্ট খাতায়-কলমে ‘এশিয়া কাপ’ (Asia Cup) হলেও কার্যত এর নামান্তর হয়ে গিয়েছে ‘ইন্ডিয়া–পাকিস্তান কাপ’। অন্য দলের প্রতি অসম্মান নয়, কিন্তু সত্যি এটাই—আয়োজকরাও চান ভারত–পাক ম্যাচই থাকুক মূল আকর্ষণ। তাই দু’দলকে সবসময় একই গ্রুপে রাখা, ম্যাচের সময়ও ঠিক করা রবিবার সন্ধ্যার প্রাইমটাইমে… এমনকি টিকিট বিক্রির ক্ষেত্রেও আয়োজনকারীরা প্রথমে আলাদাভাবে বেচতে রাজি হননি। দুই পড়শি মুলুকের দ্বৈরথ দেখতে চাইলে একসঙ্গে তিনটি ম্যাচের প্যাকেজ কিনতেই হবে—এমন নিয়ম রাখা হয়।
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন (Handshake Controversy) করতে অস্বীকৃতি জানানোর জন্য ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) পাশে দাঁড়ালেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ বলেছেন, অধিনায়ক হিসাবে সূর্য এই সিদ্ধান্ত নিতেই পারেন। ২০২৫ সালের এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের পর যে করমর্দন বিতর্ক শুরু হয়েছিল তা ক্রিকেটের থেকে বেশি কূটনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: নিজেদের গ্রুপে শীর্ষে থেকেই এশিয়া কাপের সুপার ফোরে (Asia Cup 2025, Super four) উঠে গিয়েছে টিম ইন্ডিয়া। রবিবার তারা সুপার ফোর পর্বে মুখোমু