দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2025) হাত না মেলানো বিতর্ক, বয়কটের হুমকি—সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটে বাইশ গজের চাইতে মাঠের বাইরে আরও বেশি করে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। গ্রুপ স্তরে ভারতের হাতে ঠ্যাঙানি খেতে হয়েছে। যদিও আমিরশাহিকে (UAE) ৪১ রানে হারিয়ে সুপার ফোরে ওঠার পর পাক অধিনায়ক সলমন আঘা (Salman Agha) জানালেন, সূর্যকুমার ব্রিগেডের বিরুদ্ধে ফের একবার লড়াইয়ের জন্য দল তৈরি। যে কোনও চ্যালেঞ্জ নিতে তাঁরা প্রস্তুত।