দ্য ওয়াল ব্যুরো: বিহারের (Bihar) মুঙ্গের জেলার এক প্রত্যন্ত গ্রাম। চার সন্তানকে নিয়ে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করতেন এক গৃহবধূ। জমি নেই, চাষের পুঁজি নেই, কখনও কখনও চুলায় আগুন ধরানোই ছিল দুর্লভ। সেই আঁধারেই আলো খুঁজে পান বিনা দেবী। নিজের খাটের তলায় মাশরুম চাষ (Mushroom) শুরু করেছিলেন তিনি। সেখান থেকেই তৈরি হয়েছে এক অন্যরকম বিপ্লব।
আজ গোটা দেশ তাঁকে চেনে ‘মাশরুম লেডি’ (Mushroom Lady) নামে। এক সময়ের অভাবী গৃহবধূ এখন গ্রামীণ মহিলাদের কাছে আত্মনির্ভরতার প্রতীক।
খাটের তলা থেকে শুরু