দ্য ওয়াল ব্যুরো: ইউরোপের একাধিক বিমানবন্দরে সাইবার হামলা। সমস্যায় শয়ে শয়ে যাত্রী। ব্যাপক সমস্যা চেক-ইন এবং বোর্ডিং সিস্টেমে। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিভিন্ন এয়ারলাইন্স যাত্রীদের উদ্দেশে একাধিক পরামর্শ ও সতর্কতা জারি করেছে। তালিকায় রয়েছে এয়ার ইন্ডিয়াও।
বিজ্ঞপ্তি জারি করে যাত্রীদের ওয়েব চেক-ইন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। লন্ডনের হিথরো বিমানবন্দরও আক্রান্ত হওয়ায় এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের গ্রাউন্ড স্টাফরা স্থানীয় টিমের সঙ্গে মিলে যাত্রীদের অসুবিধা কমানোর চেষ্টা করছেন।
#REL