দ্য ওয়াল ব্যুরো: ফের সমুদ্র জয় করল বাংলা!
১৯৮৯ সালে বুলা চৌধুরীর হাত ধরে যে ইতিহাসের সূচনা, মঙ্গলবার তা আরও এক ধাপ এগিয়ে দিলেন মেদিনীপুর শহরের (Midnapore) মেয়ে আফরিন জাবি (Afrin Jabi)। ২১ বছরের আফরিন সাঁতরে পার করলেন ইংলিশ চ্যানেল (English Channel )। রাত ৯টা ৩১ মিনিটে (ভারতীয় সময়) তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত মেদিনীপুর সহ গোটা রাজ্য।