দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) শীর্ষপদ মানেই আলো। গ্ল্যামার। আলোচনার কেন্দ্র। সেই আলোয় এককালে ছিলেন সৌরভ গাঙ্গুলি, অতিসম্প্রতি বিশ্বকাপজয়ী রজার বিনি। এবার তালিকার সর্বশেষ সংযোজন মিঠুন মানহাস (Mithun Manhas)।
নামটা দেশের তামাম ক্রিকেটপ্রেমীদের বৃত্তে তেমনভাবে শোনা যায়নি। কারণটা কি জাতীয় দলের জার্সি গায়ে না ওঠা? ময়দানে ব্রাত্য থাকা? যদি তাই হয়, তাহলে এই অবহেলিত, অনামা প্রাক্তন ক্রিকেটারই আজ বোর্ডের সভাপতি হলেন কোন জাদুতে? প্রশ্ন জাগাটা স্বাভাবিক। সৌরভ গাঙ্গুলি বা হরভজন সিংয়ের মতো হেভিওয়েট নাম থাকতেও কুর্সি তাঁর হাতে যাওয়াটা বিস্ময়ের, অবশ্যই!