দ্য ওয়াল ব্যুরো: প্রবাসে থেকেও দুর্গাপুজোর রঙিন আবেশে মাতোয়ারা বাঙালিরা। এবারে সেই আবহ ঘিরে ধরেছে জার্মানির এসেন শহরকে। বিশ্বযুদ্ধে গুঁড়িয়ে যাওয়া জার্মানিতে বহু বাঙালির বাস। পুজোও হয় বেশ কিছু। এসেন তাদেরই একটা।
গতবার তাদের প্রতিমা আটকে যাওয়ার কারণে মন খারাপ ছিল বটে, কিন্তু এবারের আয়োজন যেন সেই সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। আরও জাঁকজমক, আরও প্রাণচাঞ্চল্য নিয়ে এগোচ্ছে এবারের পূজা। উদ্যোগ নিয়েছে শহরের বাঙালি সংগঠন ‘ইন্ডিয়ান কালচারাল কানেকশন এসেন’।
