মণিদীপা দাশ ভট্টাচার্য
ক্যালিফোর্নিয়া

ক্যালিফোর্নিয়ার শরতের নীল আকাশে এখন হাওয়া হিমেল সুর তোলে। সোনালি রোদে পাল্টে যাচ্ছে গাছের পাতার রঙ। ঠিক তখনই, এই দূর প্রবাসে বসেও বাঙালি হৃদয় খুঁজে পায় সেই চেনা আবেগ— বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।