দ্য ওয়াল ব্যুরো: গেঁয়ো যোগী ভিখ পাই না! বহুল ব্যবহারে জীর্ণ প্রবাদ ফিরল আকাঙ্খা সাহার জীবনে। যোগাসনে আন্তর্জাতিক সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করছেন একের পর এক। তবু নিজের রাজ্যেই এখনও যেন অচেনা থেকে গিয়েছেন তিনি।
একটা প্রশ্ন তাঁর মনেই নয়, অনেকেরই—“বাংলার বাইরে যদি আমি সম্মান পেতে পারি, তবে নিজের রাজ্যে কেন নয়?”
#REL
দ্য ওয়াল-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আকাঙ্ক্ষা বলেন, ছোটবেলা থেকেই যোগার প্রতি তাঁর বিশেষ ঝোঁক ছিল। বাবা-মায়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েই শুরু হয় এই যাত্রা। কঠিন অনুশীলন, শৃঙ্খলা, আর আত্মবিশ্বাসই তাঁর সাফল্যের চাবিকাঠি।