দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের পণ্যের উপর শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিচ্ছেন, কিংবা পরিস্থিতির সুযোগ নিয়ে চিনা পণ্য দেশীয় বাজারে ঝড় তুলছে— তখন দু’জনকেই কার্যত বার্তা দিয়ে স্বদেশি আন্দোলনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবাসরীয় বিকেলে জাতির উদ্দেশে ভাষণে ফের একবার আত্মনির্ভর ভারতের মন্ত্র উচ্চারণ করলেন তিনি।
প্রধানমন্ত্রীর কথায়, “আমাদের দোকানপাট সাজুক স্বদেশি পণ্যে। গর্ব করে বলুন, আমি স্বদেশি কিনি, আমি স্বদেশি বিক্রি করি। ভারতে উৎপাদিত যখন বিশ্বসেরা হয়ে উঠবে, তখনই প্রকৃত উন্নতি হবে দেশের।”