দ্য ওয়াল ব্যুরো: নাম অভিজ্ঞান কুণ্ডু (Abhigyan Kundu)। জন্মসূত্রে সোদপুরের ছেলে। বড় হওয়া মুম্বইয়ে। ব্যাট হাতে এশিয়া কাপে তাঁর নামটাই আলোচনার কেন্দ্রে। কারণ, আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (ACC U19 Asia Cup 2025) মালয়েশিয়ার বিরুদ্ধে দুরন্ত শতরান করে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছেন তিনি।
ব্যাট হাতে একতরফা দাপট