দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ১৪। অথচ ব্যাটে আগুন ঝরাচ্ছেন, ভাঙছেন রেকর্ড। বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) আবারও প্রমাণ করলেন, তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের আসল ভরসা। ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে (Ian Healy Oval) বুধবার অস্ট্রেলিয়ার (Australia U19) বিরুদ্ধে ম্যাচে সাকুল্যে ছ’টা ছক্কা হাঁকিয়ে ভেঙে দিলেন উন্মুক্ত চন্দের (Unmukt Chand) রেকর্ড।
চন্দ ২১ ম্যাচে মেরেছিলেন ৩৮টি ছক্কা। বৈভব মাত্র ১০ ইনিংসে তা পেরিয়ে যান। ৭০ রানের ঝড়ো ইনিংসের মধ্যেই এল মাইলফলক ছোঁয়ার মুহূর্ত। শেষমেশ অধিনায়ক যশ দেশমুখের বলে আরিয়ান শর্মার চমকপ্রদ ক্যাচে ফিরতে হয় তাঁকে।