দ্য ওয়াল ব্যুরো: কানপুরে পণ পরিশোধ না করায় তরুণীকে ঘরবন্দি করে সাপ ছেড়ে দিল শ্বশুরবাড়ির লোকজন। রাতে সাপের ছোবলে গুরুতর অসুস্থ হন তিনি কিন্তু পরিবারের কেউ বাঁচাননি। অবশেষে তাঁর বোন খবর পেয়ে এসে হাসপাতালে ভর্তি করান।
তরুণীর নাম রেসমা। তাঁর বোন রিজওয়ানা বলেন, 'রেসমাকে ঘরে আটকে রাখা হয়েছিল, সাপটি ড্রেন দিয়ে ছেড়ে দেওয়া হয়। গভীর রাতে সাপটি তার পায়ে ছোবল বসায়। চিৎকার করলেও কেউ দরজা খুলে সাহায্য করেননি, বরং বাইরে দাঁড়িয়ে হাসাহাসি করছিলেন।'
#REL
রেসমা ফোনে রিজওয়ানার সঙ্গে যোগাযোগ করেন কোনওমতে। রিজওয়ানা এসে তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন।