শুভদীপ বন্দ্যোপাধ্যায়
সাবেকি প্রতিমা আর থিমের প্রতিমার (Durga Idol) লড়াই প্রতি বছর চলে। তবে ইদানিং কালে সনাতনী প্রতিমার থেকেও জনপ্রিয়তায় এগিয়ে থিমের পুজো। কিন্তু আধ্যাত্মিক মহিমায় দর্শনার্থীদের কাছে সবথেকে এগিয়ে সনাতনী প্রতিমা। সনাতনী প্রতিমা তৈরিতে সবথেকে নামকরা প্রতিমা শিল্পী ছিলেন রমেশ পাল। রমেশ পালের ঠাকুর দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ কলকাতায় আসত।