শুভদীপ বন্দ্যোপাধ্যায়
দেবীপক্ষ মানেই শক্তির আরাধনা। আর এখন থেকেই শুরু হয়ে গিয়েছে নবরাত্রির (Navaratri) পুজো। অনেকের মতেই নবরাত্রি মানে অবাঙালিদের পুজো। কিন্তু বহু বনেদি বাড়ির পুজোতেই মঙ্গল ঘট বসিয়ে নবরাত্রির পুজো শুরু হয়ে যায়। টলিঅভিনেত্রীদের মধ্যে বুলবুলি চৌবে পাঁজা শুরু করে দিয়েছেন নবরাত্রির পুজো। অভিনেত্রীর মতে সমাজ সংসারের সব অশুভকে শুভশক্তিতে রূপান্তর করতে নবরাত্রির পুজো করা উচিত। এই কঠিন পুজো কী ভাবে মেনে চলছেন বুলবুলি? তাই জানালেন দ্য ওয়ালে বুলবুলি চৌবে পাঁজা (Bulbuli Chaubay Panja)।