দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাষ্ট্রপুঞ্জে বক্তব্য রাখেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেটানিয়াহু। হামাসের বিরুদ্ধে 'কাজ শেষ করার' ঘোষণা করেন। কিন্তু কোথায় কী, ঠিক একদিন পর শনিবার গাজায় নতুন ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জনের মৃত্যু হল। একই পরিবারের নয়জন সদস্যও রয়েছেন তালিকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে কেন্দ্রীয় ও উত্তর গাজায় পরিচালিত এই হামলায় ঘরে বসে এই নয় জনের মৃত্যু হয়েছে। নিহতদের দেহ আল-আহলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলার কেন্দ্র ছিল নুসেইরত শরণার্থী শিবির, শাতি শরণার্থী শিবির এবং তুফাহ এলাকায়।
#REL