দ্য ওয়াল ব্যুরো: তিনি দলের অধিনায়ক। বিপুল শোরগোল তুলে নেতৃত্ব হাতে তুলে নেন। আইপিএলে (IPL) দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও টি-২০ ফর্ম্যাটের এশিয়া কাপে (Asia Cup) জায়গা জোটেনি।
সেই শ্রেয়স আইয়ার ফের একবার নতুন করে চর্চায়। অস্ট্রেলিয়া ‘এ’-র (Australia A) বিরুদ্ধে দ্বিতীয় চারদিনের ম্যাচে নামার কথা ছিল ভারত ‘এ’ দলের (India A)। কিন্তু নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে অধিনায়কত্ব ছেড়ে দিলেন শ্রেয়স। শুধু তাই নয়, ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন বলে খবর। কার্যত আপৎকালীন পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ ধ্রুব জুরেলকে (Dhruv Jurel)।