দ্য ওয়াল ব্যুরো: নামটা যদিও ‘বেসরকারি টেস্ট’। কিন্তু লড়াইয়ে কোনও ঘাটতি ছিল না। আর সেই টক্করেই রীতিমতো চমক দেখাল দক্ষিণ আফ্রিকা ‘এ’ (South Africa A)। রবিবার বেঙ্গালুরুতে (Bengaluru) ৪১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় পেল তারা। সেই সঙ্গে সিরিজও সমতায় (১-১)।
প্রোটিয়াদের এই ঐতিহাসিক জয়ের নায়ক তিন ব্যাটার—জর্ডান হারম্যান (Jordan Hermann), লেসেগো সেনোকোয়ানে (Lesego Senokwane) ও জুবায়ের হামজা (Zubayr Hamza)। তিনজনই হাফসেঞ্চুরির গণ্ডি পেরোন—হারম্যান ৯১, সেনোকোয়ানে ৭৭ আর হামজা ৭৭ রান করেন। ভারতের টেস্ট নিয়মিতদের নিয়ে তৈরি বলিং আক্রমণও এদিন তাঁদের থামাতে পারেনি।