দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার ফাজিলপুর থেকে খান্দ্রা গ্রামের দূরত্ব মেরেকেটে ৬০ কিলোমিটার। প্রথম গ্রামে বেড়ে উঠেছেন অংশুল কম্বোজ। টিম ইন্ডিয়ার পেসার, যিনি ম্যাঞ্চেস্টারে জাতীয় দলের জার্সি গায়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ময়দানে নেমেছেন। কেরিয়ারে প্রথমবার।
দ্বিতীয় গ্রাম, খান্দ্রা, জ্যাভলিন তারকা নীরজ চোপড়ার জন্মভূমি।
নীরজের সঙ্গে অংশুলের দেখা হয়েছে কি না কিংবা দুজনের পরিবারের মধ্যে সম্পর্ক আছে কি না, জানা নেই। কিন্তু একটি সূত্রে গাঁথা দুই খেলোয়াড়ের জীবন। তাঁদের ময়দানে পা রাখা আসলে ওজন কমানোর পাকচক্রে। অংশুলকে নিয়ে যান তাঁর বাবা। নীরজকে কাকা। ফারাক বলতে স্রেফ এটুকুই।