দ্য ওয়াল ব্যুরো: বোর্ডের (BCCI) একাংশ মনে করছে, বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) অগ্নিপরীক্ষা চলবে। সাতাশের বিশ্বকাপের জন্য তাঁরা কতটা প্রস্তুত, ঝালিয়ে নেওয়া হবে ঘরোয়া ক্রিকেটের ময়দানে।
আবার বিসিসিআইয়ের অন্য অংশের মতে, সূচির সংঘাত অবশ্যম্ভাবী। আর সেই কারণেই ভারতীয় এ দলের হয়ে দুই তারকাকে মাঠে নামতে হতে পারে। সেখানে পারফর্ম করতে পারলেই মিলবে বিশ্বকাপে নামার ছাড়পত্র।