দ্য ওয়াল ব্যুরো: জল থইথই কলকাতা (Kolkata)। আজ রাতভোর বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। পুজোর ঠিক আগেই জলের তলায় সারা শহর। ঘুম থেকে উঠেই সবাই দেখছে জলমগ্ন কলকাতা। বহু বছর পর টানা বৃষ্টিতে (Heavy Rain) এমন জল জমল কলকাতায়।
অথচ এই বৃষ্টি নিয়ে কোন সতর্কতা করেনি হাওয়া আপিস। এই নিয়ে সামাজিক মাধ্যমে মজার মন্তব্য করে বসলেন অভিনেতা (Actor) অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)।